বিয়ানীবাজার সংবাদ

এনজিও ঋণ, স্বাবলম্বী হওয়ার বদলে নীরবে হচ্ছেন নিঃস্ব হচ্ছেন বিয়ানীবাজারের মানুষ

মহসিন রনি: পাঁচ মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের এক ব্যবসায়ী এক বছরের জন্য ঋণ নিলেও পাঁচ মাস না যেতেই দেশের উদ্ভট পরিস্থিতিতে জীবনের দৌড়ে ছিটকে পড়েছেন এই ব্যবসায়ী। ব্যবসায় ধস সহ ছেড়ে দিতে হয়েছে প্রিয় প্রতিষ্ঠানটি সাথে মাথায় নতুন করে যুক্ত হয়েছে আরো চার পাঁচ মাসের ঋণের দায়। এমন পরিস্থিতির সাথে এখন নীরবেইব যুদ্ধ করছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার অর্ধশতাধিকের বেশি নিম্ন মধ্যবিত্ত পরিবার।

জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা গুলো ঋণ দেয়ার সময় অনেকটা যাছাই বাছাই না করেই মুনাফা লাভের আশায় গ্রাহকদের ঋণ দেয়। যেখানে সময় মতো ঋণ পরিশোধ করতে না পেরে মানসিক ভাবে ও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এ বছরের জুন মাসে পৌর শহরের নয়াগ্রাম থেকে চার শতাধিক মানুষের কাছ থেকে সঞ্চয় প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় একটি এনজিও সংস্থা। এ ছাড়াও বিভিন্ন সময়ে প্রতিবছরেই বিয়ানীবাজার পৌর শহরের সাধারণ মানুষকে প্ররোচনা দিয়ে টাকা নিয়ে লাপাত্তা হয়েছে অনেক এনজিও সংস্থা।

বিয়ানীবাজার পৌর শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব এনজিও সংস্থার ছড়াছড়িতে কোনো উপায় না পেয়ে এসব সংস্থার শরণাপন্ন হচ্ছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ব্যবসার যে অবস্থা তাতে কয়েকদিন পরে পথে নামতে হবে তার উপর মাথায় চেপে বসেছে ঋণের চাপ। এখন ঋণ পরিশোধ করবো নাকি সংসার চালাবো বুঝতে পারছি না। আগে জানলে ঋণ আনতাম না।

এ বিষয়ে শিক্ষক ও সমাজকর্মী এম এ হাসিব বলেন, এনজিও সংস্থা গুলো যাচাই বাছাই না করে ঋণ দেয়ার ফলে সাধারণ মানুষ সেই ঋণ পরিশোধ করতে না পেরে নীরবে নিঃস্ব হচ্ছেন। অতীতে বিয়ানীবাজার থেকে অনেকেই অগ্রীম ঋণ দেয়ার কথা বলে লাপাত্তা হয়েছে সুতরাং সচেতন হতে হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম বলেন, এনজিও’র বিষয়টি নিয়ে আমিও অস্পষ্ট, যেহেতু সমাজ সেবা কর্মকর্তা দায়িত্বে আছেন বিষয়টি নিয়ে আমি গুরুত্বসহকারে আলোচনা করবো।

Back to top button