বড়লেখায় সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী।
অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।