গোলাপগঞ্জসিলেট

গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের নারী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজে পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার চরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ের বাসা হতে ছোট মেয়ের বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।

Back to top button