কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় মসজিদ সম্প্রসারণে বাঁধা দেওয়ার অপপ্রচার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মসজিদ সম্প্রসারণে বাধা, টাকা আত্মসাৎ এবং জায়গা দখলের অপপ্রচার চালানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটি সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম. এস জামান লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে স্বচ্ছতার সাথে তিনি এই দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে এবং তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মসজিদের কথিত সভাপতি আব্দুর রাজ্জাক, তার ভাই নুরুল ইসলাম সিকন, ছেলে মনিরুল ইসলাম তানিম, ভাতিজা সামসুল আরেফিন কামাল ও সুমেল আরেফিন গংরা তাঁর বিরুদ্ধে মসজিদ সম্প্রসারণে বাঁধা ও মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ তুলে গত ২১ সেপ্টেম্বর মানববন্ধন করেন। ওই মানববন্ধনে শুধু তাদের পরিবারের লোকজনসহ তাদের দোকানের কর্মচারী ও ভাড়া করা কিছু লোক উপস্থিত ছিলেন।

এম এস জামান বলেন, “মসজিদ সম্প্রসারণ কাজে বাধা দেওয়ার মতো অনৈতিক কাজ তার পরিবার তাকে শিক্ষা দেয়নি। এখানে ব্যক্তিগতভাবে বাধা দেওয়ারও কিছু নেই।
শিক্ষকতাই হচ্ছে তার মুল পেশা। এর বাহিরে কোন পরিচয় নেই। কোন রাজনৈতিক দলেরও পরিচয় তার নেই। কিন্তু মসজিদ কমিটির কথিত সভাপতি আব্দুর রাজ্জাক গংরা তাকে এবং তার পেশাকে কলুষিত করতে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচিত কমিটির মাধ্যমে মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদের অনুকুলে অগ্রণী ব্যাংকের হিসাব শাখা থেকে টাকা উত্তোলন করে ইমাম সাহেবের বেতন দেওয়া হয়। বিভিন্ন অনুদানের টাকা এই হিসাব শাখায় জমা হয়। হিসাব শাখার সার্বিক তত্ত্বাবধানে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক এম এস জামান এবং কোষাধক্ষ্য সৈয়দ কায়েদ মিয়া রয়েছেন। এখানে হেরফের করার কোন সুযোগ নেই। আব্দুর রাজ্জাক গংরা মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে আসামী করে মামলা দায়ের করে হয়রানির করেছেন। সাধারণ লোকজনকে মসজিদে নামাজ আদায়ে বাঁধা প্রদান করছেন।

এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রমজান আলী ও মাসুক মিয়া, সহ-সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দ কায়েদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া, প্রচার সম্পাদক মো. মাহমুদ আলী ও সহ-প্রচার সম্পাদক মো. আরজান উল্লা প্রমুখ।

Back to top button