বিয়ানীবাজারে বিভিন্ন ইউনিটের সভাপতি-সেক্রেটারি সম্মেলন করলো বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহি পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন বলছেন, আল্লাহ ছাড়া জামায়াতে ইসলামী কারও কাছে মাথা নত করেনি বলেই নির্দোষ জামায়াত নের্তৃবৃন্দকে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। দিনের পর দিন, বছরের পর পর আওয়ামীলীগের শত নির্যাতনের মুখেও তারা ভেঙ্গে পড়েননি কারন জামায়াতের নের্তৃবৃন্দ এক আল্লাহর আনুগত্য ও হযরত মোহাম্মদ (সাঃ) দেখানো পথে হেটেছেন। আমাদের সবাইকে সেই পথে হাটতে হবে তাহলেই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সর্বস্তরের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নের্তৃবৃন্দকে নৈতিক মান উন্নয়ন করে এগিয়ে যেতে হবে। জামায়াতের নের্তৃবৃন্দ আদর্শিক রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের এ শহীদী তামান্নাকে সফল করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চিরতরে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে, অবিচারের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এসময় তিনি জুলাইয়ের আন্দোলনে শহীদ সকল ছাত্র জনতার স্পিরিটকে বুকে ধারন করে সুশাসনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের অবস্থিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জায়ামাতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদউজ্জামানের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের দক্ষিনের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ মাওলানা নজমুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌর জামায়তের আমীর মুহাম্মদ জমির হোসাইন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: মোস্তফা উদ্দিন,পৌর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল,উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাশেম,পৌর সেক্রেটারি মো: সাদুজ্জামান,জেলা শ্রমিকল্যান ফেডারেশনের সহ-সভাপতি বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান,লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন,উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ রুকন উদ্দিন,উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি আব্দুল হামিদ পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল,সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল,পৌর জামায়াত নেতা জাকির হোসেন,উপজেলা জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্না প্রমুখ।