বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ৩ সন্তানকে রেখে আত্মহনন করেছেন এক জনক। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ ঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি। ফয়ছল আহমদ নামের ওই ব্যক্তি উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগাও গ্রামের রমুজ আলীর পুত্র এবং মাছ ব্যবসায়ী।
কেন-কী কারনে আত্মহনন করলেন ফয়ছল, তা রহস্যঘেরা। নিজের পরিবার-প্রতিবেশীসহ কেউই এ বিষয়ে মুখ খুলছেনা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্নহত্যাই মনে হয়েছে, আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি।