খরতাপে পুড়ে বিয়ানীবাজার, জনজীবনে অস্বস্তি

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে তাপমাত্রার রসিকতায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষ থেকে শুরু করে দিনমজুরদের। বিগত কয়েকদিনে অতীতের রেকর্ড ভেঙে তাপমাত্রার তীব্রতায় পুড়ছে পুরো উপজেলা। বৃহস্পতিবার সিলেট শহরের কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও বিয়ানীবাজার উপজেলা খরতাপে পুড়ছে বৃষ্টির দেখা তো দূরে থাক আকাশে মেঘের কোনো বার্তা দেখা যায়নি।
সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায়, খেটে খাওয়া সাধারণ মানুষ তীব্র গরমে পড়েছেন মহা বিপাকে। কাঠফাটা রোদের মধ্যে রিকশা চালকের কিচ্ছুক্ষণ পর পর লেবুর শরবত পান করছেন। এ ছাড়াও সাধারণ দিনের মতো বাজারে তেমন লোকসমাগম দেখা যায়নি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউই তেমনটা ঘর থেকে বের হচ্ছেন না দিনের বেলায়।
রিকশা চালক সেলিন মিয়া বলেন, তীব্র গরমের কারনে মানুষজন বেশি বাজারে আসছে না যার ফলে আমাদের বেগ পেতে হচ্ছে। সাথে গরমের মধ্যে অক্লান্ত ভাবে পরিশ্রম করতে হচ্ছে এভাবে চলতে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে।
আবহাওয়ার তথ্যমতে শনিবার ৩০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই যেখানে সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস যেটা অনেকটা অনুভবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতে। এছাড়া ও রবিবার তাপমাত্রা সেই রেকর্ড ৪০ ডিগ্রিতে গিয়ে পৌছাতে পারে এমনটাই বলছে আবহাওয়া তথ্য।