লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিয়ানীবাজারের যুবকের মৃ*ত্যু

টাইমস ডেস্কঃ লিবিয়ার বেনগাজী শহরে রান্নাঘরে খাবার রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমলাক আহমদ চৌধুরী (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর তিনি বিস্ফোরণে দগ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মৃত্যবরণ করেন।
নিহত বাংলাদেশি যুবক এমলাক আহমদ চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে। তিনি রায়খাইল গ্রামের মৃত হাফিজ ফরিদ উদ্দিন চৌধুরীর ছেলে। এমলাক আহমদ চৌধুরী বিবাহিত এবং তার দুটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। এমলাক আহমদ চৌধুরী দেশে থাকাবস্থায় মাইক্রোবাস চালক ছিলেন। বিয়ানীবাজার পৌরশহরের মাইক্রোবাস (হাইএইস) চালক সমিতির সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর যুবক এমলাক আহমদ চৌধুরী প্রায় আট লক্ষাধিক টাকা ব্যয়ে ২০২০ সালের শুরুর দিকে লিবিয়ায় পাড়ি জমান। এরপর লিবিয়া থেকে সাগর পথে দুই বার ইতালি যাবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এতে তার আরও প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকা খরচ হওয়ায় নিঃস্ব হয়ে যান এমলাক আহমদ চৌধুরী। সর্বস্ব হারানো এমলাক লিবিয়ার ভেনগাজী শহরে ছোটখাটো একটি কাজ জুটিয়ে নেন। প্রতিদিনের ন্যায় গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরেন এমলাক। খাবার রান্না করতে রান্নাঘরে যান এবং সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে। দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় আত্মরক্ষার্থে বাসার তিনতলা থেকে লাফ দিয়ে পাশের ভবনের ছাদে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।
এদিকে, এমলাক আহমদ চৌধুরীর এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার পরিবার-পরিজন এবং স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিবিয়া থেকে লাশ দেশে আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
নিহত এমলাক আহমদ চৌধুরীর ছোট ভাই মিশফাক আহমদ চৌধুরী জানান, তার ভাই ইতালি যাবার স্বপ্নে লিবিয়ায় যান এবং দুইবার সাগর পথে ইতালি যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ভাইকে বলেছিলাম, বাড়ি চলে আসতে কিন্তু লিবিয়ায় যাওয়া এবং দুইবার ইতালি পাড়ি দিতে গিয়ে ১৫-১৬ লাখ টাকা খুইয়ে নিঃস্ব হয়ে যাওয়ায় আর দেশে ফিরেননি। পরিবারে একমাত্র ভাইসহ ভাইয়ের স্ত্রী এবং দুজন ভাতিজা-ভাতিজা ছাড়া আর কেউই নেই।
এমলাকের লাশ দেশে ফেরত আবার কোন চেষ্টা করা হচ্ছে কিনা জানতে চাইলে মিশফাক আহমদ চৌধুরী জানান তার, মরদেহ দেশে এনে দাফন করতে বাংলাদেশ কন্সুলেট অফিসের মাধ্যমে লিবিয়া সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। তবে সেটিও এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।