বিজ্ঞপ্তি

জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিয়ানীবাজারের শাকের মাহমুদ

অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি, মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটির প্রথম সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের সন্তান সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ। এর আগে ২০১৫ সালে তিনি বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে।

এ ছাড়াও দেশ বরেণ্য রাজনীতিবিদ ও কলামিস্টদের লেখনি দিয়ে সাজানো ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ’ নামক একটি গ্রন্থ সম্পাদনা করে প্রশংসা কুড়িয়েছেন সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ। পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে সংঘবদ্ধ ও সুসংগঠিত করা লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জিয়া টিভি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের দুঃশাসনের যাতাকলে আন্দোলন-সংগ্রামের পোড় খাওয়া সাবেক এই ছাত্রনেতা বার বার মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হয়ে নির্বাসিত জীবনযাপন করেছেন।

শাকের মাহমুদ বলেন, আন্দোলন সংগ্রামে থেকেই আমার রাজনীতির শুরু। বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকায় বার বার আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। একইসাথে হয়রানি করা হয়েছে আমার পরিবারকে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছে। এ দেশের মানুষ স্বৈরাচার থেকে এখন পরিত্রাণ পেয়েছে। তিনি সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রথম সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি

Back to top button