
নিজস্ব প্রতিবেদক: আওকাত হোসেন সানী।মেট্রোপলিটন ইউনিভার্সিটির অনার্সের মেধাবী শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন খুবই সরব। ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পলায়ন করে তখন সানী বিজয় মিছিলে এসেছিলেন গোলাপগঞ্জ পৌর শহরে। এই মিছিলে গোলাপগঞ্জ মডেল থানা ছাদের উপর থেকে পুলিশ মিছিলকারীদের ছররা গুলি করে। এসময় রক্তাক্ত হন আওকাত হোসেন সানী। তার পিঠে, পায়ে ১৭টাই ছররা গুলি লাগে।
তাৎক্ষণিক তাকে রক্তাক্ত অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়।
আওকাত হোসেন সানী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর বড় ছেলে।
এডভোকেট দেলোয়ার হোসেন দিলু জানান, আমার ছেলে ছাত্র আন্দোলনে খুবই সক্রিয় ছিল। শেখ হাসিনা যখন পলায়ন করেছিল তখন সে গোলাপগঞ্জ পৌর শহরে বিজয় মিছিলে ছিল। কিন্তু শেখ হাসিনার পালিত কিছু পুলিশ আমার ছেলেকে গুলি করে। অল্পের জন্য সে বেঁচে ফিরে। আমার ছেলে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।