বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ওসির মতবিনিময়

বিয়ানীবাজার টাইমসঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিয়ানীবাজার থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।

সভায় প্রধান অতিথি ইউএনও কাজী শামীম আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্য বিবরণী পাঠ করে শুনান। এ ছাড়া দুর্গা পূজা উপলক্ষে উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার আসাদ উদ্দিন, এসআই মোফাখখারুল ইসলামসহ বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীলরা।

এসময় সভাপতির বক্তব্যে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ প্রতিটি পূজা মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরার স্থাপনের অনুরোধ জানিয়ে বলেন, পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ তৎপর থাকবে। যেকোন ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে পুলিশ প্রশাসন।

Back to top button