বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে গ্রিল কেটে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে হোমিও ডাক্তার রেজাউল কবিরের বাড়িতে বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে আইফোন সহ মোবাইল সেট ৩ টি ও নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটেছে বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের দক্ষিণ ফতেহপুর ইনার কলেজ রোডস্থ হোমিও ডাক্তার রেজাউল কবিরের বাড়িতে। তিনি বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম, আমরা জুরে স্বরে চেচানো শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে দেখি বারান্দার গ্রিল কাটা।

এ ঘটনায় আহত হয়েছেন হাফিজ মুজাহিদ। তিনি জানান ছুরি হাতে নিয়ে আমার ঘরে ২ জন চুর ডুকে। চিৎকার দিলে আমাকে বুকে ও মুখে আঘাত করে। পরবর্তীতে তারা চুরি করা মাল নিয়ে পালিয়ে যায়।

এছাড়া গতরাতে পৌর এলাকার দাসগ্রাম এলাকায় চুরির চেষ্টারত অবস্থায় সিসিটিভি ফুটেজে এক ব্যাক্তির চেহারা দেখা যায়। স্থানীয় এক তরুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফুটেজ শেয়ার করে লোককে চিহ্নিত করতে অনুরোধ করেন। তাদের ধারনা সে ঐ চুরির সাথে জড়িত থাকতে পারে। বারংবার এসব চুরির ঘটনায় স্থানীয় কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবী জানান এলাকাবাসী।

উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে বিয়ানীবাজারে চুর চক্রকে। কয়েকটি চুরির ঘটনায় চোর চক্রকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ।

Back to top button