বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার জামেয়ায় মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমসঃ পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল, বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা রাসূল (সা:) কে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে, কুরআনকে উপলব্ধি করতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হলে কুরআন অধ্যয়নের পাশাপাশি রাসূল (সা:) এর সিরাত অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল (সা:) এর সিরাত অনুধাবন করতে হবে। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে কুরআনের পাশাপাশি সিরাত অধ্যয়ন করতে হবে। ইসলামের আদর্শিক সৌর্ন্দয মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি একেকজন শিক্ষার্থীকে দায়ির চরিত্রে নিজেদের চরিত্রবান করে গড়ে তুলতে হবে। এসময় তিনি বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ের উন্নীতকরণে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. রুকন উদ্দিন ও সহকারী শিক্ষক হাসানুল বান্না জনির যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়ের’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছাদ-উজ-জামান, মো. সাদিকুর রহমান ও শহিদ উদ্দিন, আবুল কাশেম, ইসলাম উদ্দিন, সাদিকুর রহমান খান, আলী হোসাইন, হাফিজ ময়নুল ইসলাম, আজমল হোসেন ও এনাম উদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংবাদিক সাকের আহমদ, তাহের আহমদ ও মোকাব্বির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টের ৭৫জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Back to top button