হবিগঞ্জে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় ছাত্রদল নেতাসহ ২ জনের মৃ.ত্যু
টাইমস ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ ও ব্যবসায়ী মোস্তাফিজ নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের হাজী কিম্মত আলীর ছোট ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৩২) ও সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (৩৪)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তারা দু’জন বিকেলে মোটরসাইকেলে চা বাগান এলাকায় ঘুরতে যান। রাতে সাতছড়ির দিক থেকে মোটরসাইকেল যোগে তারা শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চন্ডিছড়া চা বাগানে মাজারের কাছে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান তারা।
এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ বলেও জানান তিনি।