বিয়ানীবাজারের ক্রীড়া প্রেমী কাওসারের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: তার আসল নাম কাওসার আহমদ তবে স্নেহ করে ভালোবাসে অনেকে অনেক নামেই সম্বোধন করলেও তার পরিচয় ছিলো উপজেলা জুড়ে। সকাল হলেই বিয়ানীবাজারর স্থানীয় পিএইচজি মাঠে ছুটে আসতে খেলাধুলাকে ভালোবেসে। ভোজনরসিকদের জন্য যেমন ভালো খাবারের আইটেম গুলো পছন্দের ঠিক তেমনই কাওসারের জন্য মাঠে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ছিল বিরিয়ানির মতো। তবে খেলার মৌসুম ছাড়া তার দিন কাটতে খুবই কষ্টে।
২০২০ সালের ১৪ ই সেপ্টেম্বর হঠাৎ করেই শারিরীক অসুস্থতায় না ফেরার দেশে চলে যান কাওসার। সেদিন তার মৃত্যুতে কেঁদে ছিলো পুরো বিয়ানীবাজার আকাশের মেঘও কান্না করে কাওসারের অনুপস্থিতর বার্তা দিয়েছিলো।
তার মৃত্যু চার বছর পেরিয়ে গেলে এখনো তাকে ভুলেনি এই অঞ্চলের মানুষ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে তার চতুর্থ মৃত্যু বার্ষিকীতে অনেকেই তাকে স্মরণ করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। যুগে যুগে কাওসাররা হারিয়ে গেলেও ক্রীড়াঙ্গনের একটা দীর্ঘ জায়গা জুড়ে তাদের নাম থেকে যাবে কোথাও না কোথাও।