প্রবাসরাজনীতি

লন্ডনে তারেক রহমানের গুড বুকে নাম তুলতে নেতাদের নানা কৌশল

আশফাক জুনেদ লন্ডন: তা‌রেক রহমান গত ১৬ বছ‌রে যুক্তরা‌জ্যে থে‌কে কি কর‌ছেন,কিভা‌বে চালা‌চ্ছেন দল বিএন‌পির দলীয় নেতাকর্মী সমর্থক‌দের বাই‌রে বাংলা‌দে‌শের সাধারন মানু‌ষের আগ্রহ আ‌ছে বিএন‌পির এই শীর্ষ নেতা‌কে নি‌য়ে। তা‌রেক রহমানের ঘ‌নিষ্টজনরা জা‌নি‌য়ে‌ছেন,লন্ড‌নের কিংসষ্টন এলাকার একটি ভাড়া বাড়ী‌তে স্ত্রী ও কন‌্যা‌কে নি‌য়ে বসবাস কর‌ছেন তা‌রেক। বাড়ীর পা‌শে কিংসষ্টন লজ না‌মের একটি হো‌টে‌লের ল‌বি‌তে দেশ ও স্থানীয় নেতাকর্মী‌দের অতী‌তে সাক্ষাত দি‌লেও কিংসষ্টন লজ না‌মের হো‌টেল‌টি ভে‌ঙ্গে ফেলার পর গত ক‌য়েক বছ‌রে নেতাকর্মী‌দের সাক্ষাত করা ক‌মি‌য়ে দি‌য়ে‌ছেন তা‌রেক। দে‌শে সাম্প্রতিক পট প‌রিবর্তনের পর স্বাভা‌বিকভা‌বেই ব‌্যস্ততা বে‌ড়ে‌ছে। অ‌নেক নেতা ঢাকা থে‌কে তার সাক্ষাত পে‌তে লন্ড‌নে আসার জন‌্য যোগা‌যোগ কর‌ছেন। কিন্তু তা‌রেক রহমানের পক্ষ থে‌কে দ‌লের নেতা‌দের জরুরী প্রয়োজ‌নে অনলাই‌নে যোগা‌যো‌গে উৎসাহিত করা হ‌চ্ছে।

সুত্রগু‌লো জানায়,এ নেতার বে‌শিরভাগ সময় এখন কা‌টে দে‌শের দলের বি‌ভিন্ন পর্যা‌য়ে যোগা‌যো‌গে। দ‌লের কেন্দ্রীয় ও সহ‌যোগী সংগঠনগু‌লোর শীর্ষ নেতারা ছাড়াও ৬৪ জেলার শীর্ষ নেতা‌দের সা‌থে সরাস‌রি যোগা‌যোগ ও সম্পর্ক র‌য়ে‌ছে তা‌রেক রহমা‌নের। দলীয় কর্মসুচী,জেলা পর্যা‌য়ে কর্মসুচী বাস্তবায়নে নেতাদের ভু‌মিকা সরাস‌রি ম‌নিট‌রিং কর‌ছেন লন্ডন থে‌কেই। দ‌লের সি‌নিয়র নেতা‌দের সা‌থে ভি‌ডিও ক‌লে সংযুক্ত হ‌য়ে বি‌ভিন্ন নি‌র্দেশনা দি‌চ্ছেন নিয়‌মিত। আগামী নির্বাচন চ‌্যালে‌ঞ্জিং হ‌বে,সে নির্বাচ‌ন সাম‌নে রে‌খে নেতাকর্মী‌দের আ‌রো জনবান্ধব হওয়ার অব‌্যাহত নি‌র্দেশনা দি‌চ্ছেন তারেক রহমান। দুর্নীতি ও বিত‌র্কিত কর্মকা‌ন্ডে জ‌ড়িত নেতারা ত‌্যাগী,নির্যা‌তিত হ‌লেও দল ব‌্যবস্থা নি‌তে পিছপা হ‌বে না,এ বার্তা দি‌তে চাই‌ছেন তা‌রেক।

বিগত সরকার আম‌লে ক্ষমতাশীন দ‌লের নানামুখী তৎপরতার মু‌খে ১৫ বছরের বে‌শি সময় দল ক্ষমতার বাই‌রে থাকার পরও বি‌দে‌শে থে‌কে নেতৃত্ব দি‌য়ে বিএন‌পি‌কে ঐক‌্যবদ্ধ রাখ‌তে পারাই তা‌রেক রহমা‌নের সব‌চে‌য়ে বড় সাফল‌্য। তা‌রেক রহমান বি‌দে‌শে থে‌কে দল চালা‌চ্ছেন। অথচ,গত সরকা‌রের আম‌লে সরকারী নানা প্রলোভন ও গো‌য়েন্দা সংস্থার নানামুখী তৎপরতার মুখেও দ‌লের কোন পর্যা‌য় কোন বিভ‌ক্তি না থাকা‌কে তা‌রেক রহমানের রাজ‌নৈ‌তিক সাফল‌্য হি‌সে‌বে দেখ‌ছেন তার ঘ‌নিষ্টজনরা।

জানা গে‌ছে, যুক্তরা‌জ্যে দল‌টির শীর্ষ নেতা এক যুগের বে‌শি সময় থাকার পরও দে‌শে গত সরকা‌রের আম‌লে খা‌লেদা জিয়ার বি‌দে‌শে সু‌চি‌কিৎসা জন‌্য ব্রিটে‌নের কুটনৈ‌তিক পর্যা‌য়ে ‌ তৎপরতার কোন দৃশ‌্যমান ফলাফল ছিল না। ত‌বে সাম‌নে দ‌লের সু‌দিন আস‌ছে সেই সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে দ‌লে দীর্ঘদিন নি‌ক্রিয় বি‌ভিন্ন সেক্ট‌রের অ‌নেকেই ভ‌ীড়‌তে চাই‌ছেন তারেক রহমা‌নের কাছাকা‌ছি। দীর্ঘদিন নি‌ক্রিয় নেতারাও তা‌রেক রহমা‌নের গুডবু‌কে থাকতে নানা কৌশল নি‌চ্ছেন। অতী‌তে বিভিন্ন সম‌য়ে দলীয় শৃংখলা ভ‌ঙ্গের দা‌য়ে যারা ব‌হিস্কৃত হ‌য়ে‌ছি‌লেন,‌সেসব ব‌হিস্কা‌র আদেশ প্রত‌্যাহা‌রের জন‌্য জমা প‌ড়ে‌ছে আ‌বেদ‌নের স্তুপ।

নাম না প্রকা‌শের শ‌র্তে লন্ড‌নে তা‌রেক রহমা‌নের সা‌থে নিয়‌মিত যোগা‌যে‌াগ আ‌ছে এমন একজন নেতা ব‌লেন, তা‌রেক রহমা‌নের নিযুক্ত একজন উপ‌দেষ্টা ঢাকায় আওয়ামীলী‌গের একজন বিত‌র্কিত এম‌পির ভা‌তিজি‌কে বি‌য়ে ক‌রে দীর্ঘদিন নি‌ক্রিয় ছি‌লেন। দলের জন‌্য ফেসবু‌কে এক‌টি পোষ্টও ক‌রেন‌নি। কিন্তু দে‌শের পটপ‌রিবর্তনের পর ‌তি‌নিও গত ২০ আগষ্ট বিএন‌পির স্পেশাল এ‌সি‌ষ্টেন্ট টু দ‌্যা চেয়ারপারসনস ফ‌রেন এফেয়ার্স ক‌মি‌টি‌তে সদস‌্য হ‌তে পেরে‌ছেন। এটা একটা উদাহরন মাত্র। অতী‌তে দ‌লের দুঃসম‌য়ে নি‌ক্রিয় ছি‌লেন,এরকম অ‌নে‌কেই এখন নানা ত‌্যাগ তি‌তিক্ষার গল্প নি‌য়ে তা‌রেক রহমা‌নের এ‌টেনশন সিক (ম‌নো‌যোগ আকর্ষন) কর‌তে চাই‌ছেন। নেতার দৃ‌ষ্টি কাড়‌তে চল‌ছে নানামুখী তৎপরতা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক দীর্ঘ সময় কথা ব‌লেন,ছাত্র জনতার এ আ‌ন্দোল‌নে তা‌রেক রহমান দে‌শের বাই‌রে থে‌কে দে‌শের প্রধান দ‌লের প্রধান নেতা হি‌সে‌বে নেতৃত্ব দি‌য়ে‌ছেন। এক এগা‌রোর পর থে‌কে দীর্ঘ আ‌ন্দোল‌নের ফসল এ বিপ্লব। বিএন‌পি ক্ষমতায় যাব‌ার জন‌্য অতী‌তেও আ‌ন্দোলন ক‌রে নি,আগামী‌তেও কর‌বে না। প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এখন তা‌রেক রহমান শুধু যে দল গোছা‌চ্ছেন তা নয়,দে‌শের নতুন দি‌নের রূপে‌রেখা নি‌য়ে কাজ কর‌ছেন। দে‌শের বি‌ভিন্ন পর্যা‌য়ের মানুষ তার সাথে যোগা‌যোগ কর‌ছেন। তা‌রেক রহমান সুযোগ পে‌লে প্রবাসে যেসব বাংলা‌দেশী বিশ্ব প‌রিস‌রে বড় প‌রিমন্ড‌লে কাজ কর‌ছেন,সেসব মেধাবী‌দের বাংলাদে‌শের উন্নয়‌নে কা‌জে লাগা‌তে চান। তি‌নি শুরু থে‌কে শেখ হা‌সিনা বি‌রোধী আ‌ন্দোল‌নে যেসব নেতাকর্মী শহীদ হ‌য়ে‌ছেন,অঙ্গহা‌নির শিক‌ার হয়ে‌ছেন সেসব প‌রিবা‌রের পা‌শে ছি‌লেন।

তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে কুট‌নৈ‌তিক তৎপরতার জন‌্য একাধিক কমি‌টি থাক‌লেও বিগত‌দি‌নের দ‌লের পক্ষ থে‌কে কুট‌নৈতিক তৎপরতার কোন অগ্রগ‌তি দৃশ‌্যমান না হওয়‌ার বিষয়টি অস্বীকার ক‌রেন এম এ মা‌লেক। তি‌নি ব‌লেন,সব কুটনৈ‌তিক উ‌দ্যোগ ও তার ফলাফল সব সময় দৃশ‌্যমান হয় না। মা‌লেক জানান,তি‌নি নি‌জে জা‌তিসং‌ঘের পাঁচ‌টি সন্মেল‌নে অংশগ্রহন ক‌রে শেখ হা‌সিনার সরকা‌রের জুল‌ুম নির্যাতন তু‌লে ধ‌রে‌ছেন। যুক্তরাজ‌্য বিএন‌পির ৪৫‌টি জোনাল ক‌মি‌টির নেতারা স্ব স্ব আস‌নের ব্রিটিশ এম‌পি‌দের সা‌থে দেখা ক‌রে বাংলা‌দে‌শের প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে‌ছেন। এ‌বিষয়গু‌লো তারা কৌশলগত কার‌নে সাম‌নে আন‌তে চ‌ান নি।

তারেক রহমানের সাম্প্রতিক ব‌্যস্ততা নি‌য়ে কথা হয় বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য ও যুক্তরাজ‌্য বিএন‌পির সাধারন সম্পাদক কয়সর এম আহ‌মে‌দের সা‌থে। তি‌নি শ‌নিবার ব‌লেন,দুবা‌রের বে‌শি প্রধানমন্ত্রী থাকা যা‌বে না বা দুই কক্ষ বি‌শিষ্ট সংসদ এগু‌লো অ‌নেক আ‌গেই তা‌রেক রহমানই প্রস্তাব ক‌রে‌ছি‌লেন। তি‌নি আগামী নির্বাচন‌ নি‌য়ে কাজ কর‌ছেন,নেতাকর্মী‌দের সময় দি‌চ্ছেন। তি‌নি দল‌কে শত বাধার মু‌খেও ঐক‌্যবদ্ধ রাখ‌তে পে‌রে‌ছেন। তি‌নি যেভা‌বে দল‌কে গু‌ছি‌য়ে এ‌নে‌ছেন,সে‌টি গভীরভাবে পর্যবেক্ষন না কর‌লে বোঝা যায় না। আমরা চাই সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ ক‌রে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ‌্যমে দে‌শে প্রকৃত গনতা‌ন্ত্রিক ব‌্যবস্থা ফি‌রি‌য়ে আনুক। সেই ল‌ক্ষে শুরু থে‌কেই তা‌রেক রহমান এ সরকার‌কে সর্বতোভা‌বে সমর্থন দি‌চ্ছেন।

Back to top button