মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বেড়েছে!

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক : বিগত কয়েক বছরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জনপ্রিয়তা বেড়েছে মোবাইল ব্যাংকিংয়ে। প্রবাস থেকে আসা রেমিট্যান্স সহ ব্যাংক থেকে টাকা তুলতে ঝামেলা এড়াতে মোবাইল ব্যাংকিকেই বেছে নিচ্ছেন অত্র উপজেলাটির তরুণরা। যেখানে ব্যাংকের অ্যাপস ব্যবহার করে বিকাশ এবং নগদ সহ নানা অনলাইন ভিত্তিক প্লাটফর্ম থেকে টাকা উত্তোলন করছে যেখানে আলাদা কোনো ভোগান্তি পোহাতে হচ্ছেনা। এ ছাড়া ও উপজেলা জুড়ে বেড়েছে এটিএম বুথের ব্যবহার যেখান থেকে ব্যংকের কোনো ঝামেলা ছাড়াই সহজেই কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা।
জানা যায়, মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকের সঙ্গে বাড়ছে লেনদেন। বর্তমানে নগদ, বিকাশ, রকেট, উপায়, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ বিভিন্ন নামে ১৩টি ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস এ সেবা দিচ্ছে।
২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয়। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবার সিংহভাগই বিকাশের দখলে। এরপরই রয়েছে নগদ’র অবস্থান।
এ বিষয়ে বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা সামিয়ান আহমদ বলেন, বর্তমানে দেশ জুড়ে মোবাইল ব্যাংকিং বেড়েছে বিশেষ করে তরুনদের মধ্যে এ প্রবণতা বেশি। ব্যাংকের অ্যাপস ব্যবহার করেই সহজেই বিকাশ নগদের মাধ্যমে তারা টাকা উত্তোলন করতে পারছে।
বিয়ানীবাজার উপজেলা পয়েন্টের বিকাশ এজেন্ট আল আমীন আহমদ বলেন, বিকাশ নগদের চাহিদা সবচেয়ে বেশি এ ছাড়া ও প্রবাস থেকে টাকা আসলে এখন বেশিরভাগ ব্যবহার হচ্ছে আরো কিছু মাধ্যম। এ ছাড়াও ব্যাংক থেকে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করে উত্তোলন বেশিই হচ্ছে।