প্রবাস

জেদ্দায় সড়কে প্রাণ গেল ‘কাজের সন্ধানে থাকা’ বাংলাদেশির

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কাজের সন্ধানে থাকা এক প্রবাসী বাংলাদেশি।

নিহত মো. মাজেদুল হকের (৪০) বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়, পিতা ওমর আলী।

স্থানীয় সময় বৃহস্পতিবার জেদ্দার আসফান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মাজেদুলের স্ত্রীর ভগ্নিপতি আরেক প্রবাসী হাসান আহমেদ।

তিনি জানান, ওইদিন সন্ধ্যায় আসফান সুপার মার্কেট থেকে বেরিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাজেদুল।

হাসান বলেন, “দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব আসেন মাজেদুল। বিভিন্ন স্থানে অস্থায়ী চাকরিও করেন। কিছুদিন আগে আমার কাছে আসেন একটা কোম্পানির কাজের ব্যাপারে কথা বলতে, কিন্তু চাকরি হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবন চলে গেল।”

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে হাসপাতালে হিমঘরে পাঠায়।

Back to top button