অভিমানে ঘর ছেড়েছিলেন চিকিৎসকের ছেলে, মিললো সন্ধান

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসাল্টেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস ও ডা. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ আলের ১৬ বছর বয়সী ছেলে নিখোঁজ আব্দুল্লাহ আহমদ’ জিয়াদকে খোঁজে পেয়েছে পরিবার। মুঠোফোনে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ আব্দুল্লাহ আহমদ জিয়াদ র মা ডা.জান্নাতুল ফেরদৌস।
ডা.জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা আমাদের ছেলেকে পেয়ে গেছি আল্লাহ’র কাছে লাখো শুকরিয়া। সে অভিমান করে চট্টগ্রামের একটা জায়গায় বাস কাউন্টারে গিয়ে ছিলো সেখান থেকে ফোন দিয়েছে আমরা তাকে নিয়ে এসেছি। ছোট মানুষ বাসা থেকে অভিমান করে চলে গিয়েছিলো। এই কয়েকদিন সবাই যেভাবে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটের শাহপরান দাসপাড়া নোয়াগাঁও এলাকার ১/১ বাসা থেকে বেরিয়ে যায় জিয়াদ সে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।