বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বেওয়ারিশ কুকুরের কামড়ে কিশোরী সহ পাঁচজন আহত

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে প্রায় পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের ৬ নং ওয়ার্ডের দাসগ্রাম বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে স্কুল পড়ুয়া কিশোরী সহ অত্যন্ত পাঁচজন আহত হয়েছেন।

কুকুরের কামড়ে আহত এক মহিলা জানান, বেওয়ারিশ কুকুরের দুপুর থেকেই এলাকায় সাধারণ মানুষের দিকে তেড়ে যাওয়া সহ কামড়ানো শুরু করে। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: দেবদুলাল বলেন, আমাদের হাসপাতালে আজ কুকুরের কামড়ে আক্রান্ত চারজন রোগী এসেছিলেন তাদেরকে আমরা যথাযথ চিকিৎসা দিয়ে দিয়েছি।

Back to top button