জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে ডাকাতকে ধরে থানায় সোপর্দ করলেন ছাত্র-জনতা

টাইমস ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে একজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্র-জনতা। বুধবার (১০ সেপ্টেম্বর) অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করা হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জুবের আহমদ সিলেটের জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত গ্রামের জামাল আহমদের ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত জুবের আহমদসহ একটি চক্র চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত থেকে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে আসছিলেন।

জকিগঞ্জ থানার ওসি মো.আব্দুল লতিফ জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতা জুবের আহমদকে আটক করে থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার জানান, ‘ বিএনপির যারাই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

Back to top button