বিয়ানীবাজার সংবাদ

ঘটনা বিয়ানীবাজারে ‘সকালে চুরি, বিকালে গাড়িসহ চোর পাকড়াও’

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারে থেকে সকালে চুরি হওয়া একটি মাইক্রোবাস অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যেই গাড়িসহ তাহিম মিয়া ওরফে তাইম মিয়া নামে একজন পেশাদার চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। স্বল্প সময়ে পুলিশের এই অভিযানের সফলতার নেপথ্যে ছিল অফিসারদের আন্তরিকতা, কৌশলী ভূমিকা ও তথ্য প্রযুক্তির সহায়তা।

গ্রেপ্তারকৃত তাহিম মিয়া ওরফে তাইম মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চুরি হয় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের জান্নাতুল উম্মাহ মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী পরিবহনকারী একটি মাইক্রোবাস। সাদা রঙয়ের ওই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো, চ: ১৪-২৪২৭) চুরির ভিডিও মাদ্রাসার ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ড হয়। পরে এদিন দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার সুপার মো. আবুল কালাম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এটি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে উদ্ধার করে।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহইয়া আল মামুন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম।
 
চুরি হওয়া মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে বুধবার বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয় এবং এদিনই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, অভিযোগ পাবার তিন ঘন্টার মধ্যেই আমরা তৎপরতা চালাই এবং গাড়িসহ চোর ধরতে সফল হই। অভিযানের সফলতায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ সুধীজনরা পুলিশকে প্রশংসায় ভাসাচ্ছেন। এমন ইতিবাচক বিষয়গুলো পুলিশ প্রশাসনকে কর্মক্ষেত্রে শতভাগ দিতে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী।

এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে বেশ কিছু উশৃঙ্খল জনতা বিয়ানীবাজার থানায় হামলা চালায়। ঘটে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এমন ঘটনার পর ভেঙে পড়ে পুলিশের মনোবল। অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়া এই বাহিনী ট্রমা কাটিয়ে বিয়ানীবাজারে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা নিয়মিত মামলা রুজুর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তদারকিও শুরু করেছে। সেবাগ্রহীতা ভুক্তভোগী মানুষের সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের পাশাপাশি আইনগত প্রতিকারও দেওয়ার চেষ্ঠা করছে। এমনকি রাত্রিকালীন টহলও শুরু করেছে পুলিশ প্রশাসন। সর্বশেষ জান্নাতুল উম্মাহ মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী পরিবহনকারী গাড়ি চুরির অভিযোগ পাওয়ার তিন ঘন্টার মধ্যেই সফলতা পাওয়ায় প্রশংসায় ভাসছে বিয়ানীবাজার থানা পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ বৃদ্ধি করছি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে থানা পুলিশকে সর্বস্তরের মানুষের একান্ত কাছে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছি। এতে পুলিশের উপর অনেকটা আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের।

Back to top button