বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে চুরি হওয়া মাইক্রোবাস মাধবপুরে উদ্ধার: গ্রেফতার ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের মাথিউরায় অবস্থিত জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী পরিবহনে ব্যবহৃত চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। সাদা রংয়ের ওই মাইক্রোবাসটি (নং ঢাকামেট্রো চ- ১৪-২৪২৭) গত মঙ্গলবার সকালে চুরি হয়। চুরি হওয়া দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এ ঘটনায় মাদ্রাসার সুপার মো: আবুল কালাম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এটি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে উদ্ধার করে। সিলেটের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এস আই শহিদুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, এ সময় মাইক্রোবাস চোর তাহিম মিয়া ওরফে তাইম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। চুরি হওয়া মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে বুধবার বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। এদিনই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ।

Back to top button