কারেন্ট’র যন্ত্রণায় হুরুতাইন্তে পড়তা পাররা না!
মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক: কারেন্ট’র যন্ত্রনায় রেবা বাবা হুরুতাইন্তে পড়তা পাররা না। সম্প্রতি সিলেট জুড়ে বিদ্যুৎতের ভেলকিবাজিতে এভাবেই মনের দু:খ প্রকাশ করছেন ষাটোর্ধ এক বৃদ্ধ। সিলেট জুড়ে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। জুলাই থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে শিক্ষা ব্যবস্থার হযবরল অবস্থা থাকলে সময়ের সাথে শিক্ষা ব্যবস্থা সচল হলেও সিলেট জুড়ে বিদ্যুৎতের সমস্যা এখন চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে অভিভাবকদের জন্য।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী তাহমিদ হাসান নিহাল বলেন, বিদ্যুৎ সঠিক সময় না থাকার কারনে স্কুলের হোম ওয়ার্ক থেকে শুরু করে নিয়মিত পড়ালেখা করতে পারছিনা।
রিজভী নামের আরেক অভিভাবক বলেন, বিদ্যুৎ এমন অবস্থায় সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে আমাদের বাচ্চাদের পড়ালেখার বিষয়টি মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেবে।
এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে কয়েকদিনে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিয়ানীবাজারের বাসিন্দারা। এই লোডশেডিং কতদিন চলবে তাও জানা নেই স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের। তবে লোডশেডিংয়ের এই বিড়ম্বনা কেবল বিয়ানীবাজারেই নয়, পুরো সিলেট বিভাগজুড়ে চলছে।