বিয়ানীবাজার সংবাদ

যুক্তরা‌জ্যে গুরুতর অসুস্থ বিয়ানীবাজারের ব্যারিস্টার রাজ্জাক

টাইমস ডেস্কঃ ক্যান্সারে গুরুতর অসুস্থ হয়ে লন্ড‌নের এক‌টি হাসপাতা‌লে দিন কাটছে জেষ্ঠ্য আইনজী‌বি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের। ২০২০ সা‌লে প্রো‌ষ্টে‌টে ক্যান্সার ধ‌রা প‌ড়ে তার। গত চার বছর ধরে দুরা‌রোগ্য ক্যান্সা‌রে সঙ্গে লড়ছেন বর্ষীয়ান এই আইনজীবি।

এর ম‌ধ্যে, শ‌নিবার (৭ সে‌প্টেম্বর) ব্যা‌রিস্টার রাজ্জাক এবি পা‌র্টির প্রধান উপ‌দেষ্টার পদ থে‌কে পদত্যা‌গ কর‌ছেন, দে‌শের একটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকা‌শিত হয়।

বাংলা ট্রিবিউনের পক্ষ থে‌কে শ‌নিবার যোগা‌যোগ করা হয় লন্ড‌নে ব্যারিস্টার রাজ্জা‌কের সার্বক্ষ‌নিক ও ঘ‌নিষ্ট সহচর স‌লি‌সিটর গোলাম আজ‌মের সঙ্গে। তি‌নি ব‌লেন, ‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পরিবা‌রের সদস্যদের বাইরে সবাই আমা‌কে তার কা‌ছের মানুষ হি‌সে‌বে চে‌নেন। তার শারী‌রিক অবস্থা ভালো না। বর্তমানে তিনি র‌য়েল লন্ডন হাসপাতা‌লে ডাক্তার‌দের পর্যবেক্ষণে আছেন। আইসিইউ থেকে তাকে ওয়ার্ডে শিফট করা হ‌য়ে‌ছে। আমি সপ্তা‌হে পাচঁ দিনই তা‌কে দেখ‌তে যাই।’

স‌লি‌সিটর গোলাম আজ‌ম আরও বলেন, ‘ডাক্তার তাকে কথা বলতে নি‌ষেধ ক‌রে‌ছেন। সুদর্শন দীর্ঘদেহী এ মানুষ‌টির ওজন ৫৩ কে‌জি‌তে নে‌মে এসে‌‌ছে। এই অবস্থায় দল রাজনী‌তি নিয়ে ভাবার ম‌তো শারী‌রিক অবস্থায় তিনি নেই।’ এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন গোলাম আজম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌঁসুলি ছি‌লেন তিনি। ২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করে আলোচিত হন।

২০১৩ সা‌লের ১৮ ডি‌সেম্বর যুক্তরা‌জ্যে আসেন ব্যারিস্টার রাজ্জাক। এর পর আর দে‌শে ফি‌রে যান‌নি। জানা গে‌ছে, সত্ত‌রের দশ‌কে শেষা‌র্ধে লেখাপড়া জন্য ব্রিটে‌নে এসেছিলেন। সেখান থেকে ১৯৮০ সা‌লে ব্যা‌রিস্টারী পাশ ক‌রেন। ১৯৮৫ সা‌লের ন‌ভেম্বর পর্যন্ত লন্ড‌নেই আইন পেশায় নি‌য়ো‌জিত ছি‌লেন। বাংলা‌দে‌শে আইন পেশায় নি‌জে‌কে নি‌য়ো‌জিত করার লক্ষ্যে ১৯৮৫ সা‌লের ডি‌সেম্বরে দে‌শে ফি‌রে যান তি‌নি। ত্রিশ বছর পর আবারও ব্রি‌টে‌নে ফি‌রে পু‌রোদ‌মে আইন পেশায় ব্যস্ত হ‌য়ে উঠেক ব্যারিস্টার রাজ্জাক। তবে বাধ সা‌ধে ক্যান্সার।

পূর্ব লন্ড‌নে স্ত্রী‌কে নি‌য়ে বসবাস ক‌রেন ব্যা‌রিস্টার রাজ্জাক। দুই ছে‌লে ও এক মে‌য়ের জনক। ছেলেরা বাবার পথ ধরে লন্ডন থে‌কেই ব্যা‌রিস্টারী পাশ ক‌রে‌ছেন। তার গ্রা‌মের বাড়ী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে।

এবি পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মঞ্জু জানান, ‘গত কয়েক মাস ধরে প্যানক্রিয়াসে ক্যান্সারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেজন্য প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপারগতার কথা জানান। আমাদের দলের নাম নির্ধারণ বিষয়ে তার ভিন্নমত ছিল। তবে দলের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত উপায়ে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। বিষয়টিতে তিনি একটু মনোক্ষুন্ন ছিলেন। এছাড়া, অন্য কোনও বিষয়ে তার ভিন্ন মত বা মতপার্থক্যের বিষয় আমার জানা নেই।’

Back to top button