তীব্র গরমে বিয়ানীবাজারে লোডশোডিং, হাসফাঁস অবস্থা সাধারন মানুষের
বিয়ানীবাজার টাইমসঃ গত ৩-৪ দিন ধরে ভাদ্রের তীব্র খরতাপে পুড়ছে সিলেট। অসহ্য গরমের তীব্রতায় ছোটবড় সবার হাসফাস অবস্থা। এর মধ্যে দিন ও রাতে ১২ ঘন্টায় অসহনীয় লোডশেডিং উপজেলাজুড়ে।
প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে উপজেলার পৌরশহরস্থ ও গ্রামাঞ্চলে। রাত ও দিনে ঘন্টাখানেক পরপরই বিদ্যুৎ আসা যাওয়া করে। এমন ভেলকিবাজির কারণে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
এদিকে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মাকের্ট-শপিং মহলগুলোতে। এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে ।
কয়েকদিনে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিয়ানীবাজারের বাসিন্দারা। এই লোডশেডিং কতদিন চলবে তাও জানা নেই স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের। তবে লোডশেডিংয়ের এই বিড়ম্বনা কেবল বিয়ানীবাজারেই নয়, পুরো সিলেট বিভাগজুড়ে চলছে।