বিয়ানীবাজার সংবাদ

তীব্র গরমে বিয়ানীবাজারে লোডশোডিং, হাসফাঁস অবস্থা সাধারন মানুষের

বিয়ানীবাজার টাইমসঃ গত ৩-৪ দিন ধরে ভাদ্রের তীব্র খরতাপে পুড়ছে সিলেট। অসহ্য গরমের তীব্রতায় ছোটবড় সবার হাসফাস অবস্থা। এর মধ্যে দিন ও রাতে ১২ ঘন্টায় অসহনীয় লোডশেডিং উপজেলাজুড়ে।

প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে উপজেলার পৌরশহরস্থ ও গ্রামাঞ্চলে। রাত ও দিনে ঘন্টাখানেক পরপরই বিদ্যুৎ আসা যাওয়া করে। এমন ভেলকিবাজির কারণে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

এদিকে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মাকের্ট-শপিং মহলগুলোতে। এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে ।

কয়েকদিনে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিয়ানীবাজারের বাসিন্দারা। এই লোডশেডিং কতদিন চলবে তাও জানা নেই স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের। তবে লোডশেডিংয়ের এই বিড়ম্বনা কেবল বিয়ানীবাজারেই নয়, পুরো সিলেট বিভাগজুড়ে চলছে।

Back to top button