জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি জানান, জালালাবাদ থানার একটি মামলায় আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা প্রক্রিয়াধীন আছে।