বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতারা কে কোথায়?

বিশেষ প্রতিনিধি ঃ বিয়ানীবাজার উপজেলা পৌর আওয়ামী লীগের এক সময় দাপট বিস্তার করা নেতারা কে কোথায় আছেন এ নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই। সরকার পতনের পর থেকে ৫ আগস্টের পর সাধারণ জনগণের তোপের মুখে পৌর শহরের অবস্থিত আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ও হারুনুর রশিদ দিপু সহ পৌর সাধারণ সম্পাদক এবাদ আহমদের কার্যালয় ভাঙচুর করে সাধারণ ছাত্র জনতা।

এর পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আর দেখা যায়নি।

জানা যায়, সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র ফারুকুল হক এলাকায় থাকলেও মেয়রের পদ অপসারণের পর অনেকটাই নীরবে তিনি যুক্তরাজ্যে চলে যান। এ ছাড়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস শুকুর সরকার পতনের আগে থেকেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলামের দেখা মেলেনি কোথাও এখন পর্যন্ত এ নেতা আত্নগোপনে রয়েছেন বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ দেশে আত্নগোপনে রয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের দাপট বিস্তার করা এসব নেতারা আত্নগোপনে থাকলেও সরকার পতনের পর থেকে এলাকায় দেখা গেছে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তবে চেয়ারম্যান পদ থেকে অপসারন ও মামলার পর থেকে তিনিও অনেকটা আত্নগোপনে রয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতি করেছি দলের খারাপ সময় থেকে শুরু করে সব সময় সক্রিয় ছিলাম। আজ এমন সংকটময় মুহুর্তে শীর্ষ পর্যায়ের কোনো নেতা একটা খোঁজ পর্যন্ত নেননি যেটি আমাদের মতো সাধারণ কর্মীদের জন্য হতাশার।

Back to top button