বিয়ানীবাজার সংবাদ

কানাইঘাট সীমান্ত দিয়ে নাহিদের পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নেই

সিনিয়র প্রতিবেদক: সিলেট-৬ আসনের সাবেক সংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কানাইঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছেন এমন একটি সংবাদ চাউর হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ফলে কানাইঘাট সীমান্তে স্থানীয় কয়েকজনকে পাহাড়া দেয়া অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও ছাড়তে দেখা যায় যেখানে তারা বলছেন ” নাহিদ ভাই ও নাহিদ ভাই, কই তুমি বারউ আমরা ইন্ডিয়াত নিয়া দিমু তোমারে”।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নুরুল ইসলাম নাহিদের পালিয়ে যাওয়ার খবর বাতাসে উড়লেও এখন পর্যন্ত এ সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট থেকে আওয়ামী লীগের দলী নেতাকর্মীরা আত্নগোপনে রয়েছেন যার ব্যাতিক্রম নয় নুরুল ইসলাম নাহিদ। দলের কেন্দ্রীয় কমিটির এই দায়িত্বশীকে ইতিমধ্যে তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বেশ কয়েকটি হত্যা মামলার আসামী করা হয়েছে।

Back to top button