বিয়ানীবাজার সংবাদ

শিক্ষার্থীদের দৃষ্টান্ত, বন্যার্তদের জন্য সংগ্রহ করলো দুই লক্ষাধিক টাকা!

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যায় আক্রান্ত বিভিন্ন পরিবারের মুখে হাসি তাতে ফুটাতে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করে প্রায় দুই লক্ষাধিক টাকার অনুদান সংগ্রহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এক সপ্তাহের উদ্যোগ নিয়ে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ লাখ ২৯ হাজার ২০০ শত ৯৪ টাকা সংগ্রহ করেছে।

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাড়ানোর জন্য আগামীকাল বুধবার বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের একটি দল রওয়ানা দিবে।

বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফখরুল আলম টুটুল বলেন, আমরা সকল সাধারণ শিক্ষার্থী মিলে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভাই বোনদের সহযোগিতায় দুই লক্ষাধিক টাকা সংগ্রহ করেছি যেগুলো দিয়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাড়ানোর চেষ্টা করবো।

১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য বিয়ানীবাজার সরকারি কলেজ,বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, বিয়ানীবাজার পঞ্চখন্ড সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কালিজিয়েট স্কুক, তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়,বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়, শেখ ওয়াহিদূর রহমান একাডেমি,বিয়ানীবাজার আদর্শ কিন্ডারগার্টেন, বিয়ানীবাজার মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়,জলঢুপ উচ্চ বিদ্যালয়, নিদনপুর সুপাতলা মহিলা উচ্চ বিদ্যালয়, লোকমান চৌধুরী একাডেমি,মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নালবহর উচ্চ বিদ্যালয়।

Back to top button