সিলেট

কানাডা প্রবাসী অনলাইন এক্টিভিষ্ট হাসানের বিরুদ্ধে সাইবার কোর্টে মামলা

টাইমস ডেস্কঃ কানাডা প্রবাসী অনলাইন এক্টিভিস্ট জাস্ট হাসান ওরফে মো আবুল হাসান বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেছেন ব্যবসায়ী মইনুল ইসলাম। সিলেটের সিনিয়র জেলা দায়রা জজ আদালতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই আবেদন করেন তিনি।

গত ১৫ আগষ্ট ফেইসবুকে জাস্ট হাসানের একটি পোস্টকে কেন্দ্র করে এই মামলার আবেদন করেন মইনুল ইসলাম।

মামলা সূত্রে ও জাস্ট হাসানের ফেইসবুক ঘুরে জানা যায়, গত ১৫ আগষ্ট ২০২৪ হাসান তার ফেইসবুকে অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য ও বিসিবির ডিরেক্টর শফিউল আলম নাদেলসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা উন্ডসোর হোটেলে আশ্রয় নিয়েছেন। এরই জেরে এই মামলা হয়েছে বলে দাবি করেন মো আবুল হাসান ওরফে জাস্ট হাসান।

তিনি বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পরও তার দোসরা এখনো সক্রিয় রয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা হরণ করা ছিলো যার প্রধান কাজ। সে একই কায়দায় ছাত্রজনতার বিজয়ের পর আওয়ামী লীগের সুবিধাভোগিরা এখন সত্য চাপা দিতে চায়।

Back to top button