বড়লেখামৌলভীবাজার
তিনদিন ধরে বড়লেখায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বিয়ানীবাজার টাইমসঃ বড়লেখায় মাদ্রাসা পড়ুয়া এক কিশোর ছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী উপজেলার তালিমপুর ইউনিয়নের কলারতলীপার গ্রামের নাইম আহমদ মাহিন (১৪)। সে ওই এলাকার জামাল উদ্দিনের পুত্র। এব্যাপারে তার পিতা বড়লেখা থানায় একটি সাধারন ডায়রী করেছেন। জিডি নাম্বার- ৭৬৫
জিডি সুত্র জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কলারতলীপাড় মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। আশেপাশে ও আত্নীয় স্বজনের নিকট খোঁজাখোজি করে কোনো সন্ধান না পেয়ে বড়লেখা থানায় সাধারন ডায়রী করেন।
তার পিতা আকুতি, কোনো সহৃদয়বান ব্যাক্তি যদি সংযুক্ত ছবির ছেলেটিকে পেয়ে থাকেন সংবাদে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানান।
যোগাযোগ:
জামাল উদ্দিন (পিতা)
মোবাইল: 01315071243
হোসাইন আহমদ (বড়ভাই)
মোবাইল: 01778200851