বিজ্ঞপ্তি
ফ্রান্স থেকে বন্যা কবলিত মানুষের পাশে ‘ইয়াং ফাইটার্স’

ফ্রান্স থেকে আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য ক্রীড়া সংগঠন ‘ইয়াং ফাইটার্স’। মঙ্গলবার বিকেলে প্রায় ৭০ হাজার টাকা বিশ্বস্থ মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছেন ক্লাবটির সদস্যরা।
সংগঠনের সভাপতি সুলতান আহমদ এবং ক্লাব অধিনায়ক সুলতান আহমদ বন্যার্তদের কল্যাণে অর্থ সহায়তা করায় সকল সদস্য ও শুভাকাঙ্খীদেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তাঁরা বন্যার্থদের ত্রাণ ও পুনঃর্বাসন কার্যক্রমে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা আরো জানিয়েছেন,’ইয়াং ফাইটার্স’ ক্লাবের সদস্যরা শুরু থেকেই ক্রীড়ার পাশাপাশি আর্থ-মানবতার সেবায় ভূমিকা রাখার চেষ্টা করে আসছেন। এই লক্ষ্য-উদ্দেশ্য অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজ্ঞপ্তি।