বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পরিত্যাক্ত অবস্থায় রাইফেলের ম্যাগজিন ও গুলি উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ গত ৫ ই আগষ্ট সরকার পতনের পর লুট হয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ বিয়ানীবাজার থানায় জমা দেয়ার ঘোষনার পর রবিবার (২৫ আগস্ট) রাত অনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকা থেকে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় বিয়ানীবাজার থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংঘটিত হয়। এরই প্রেক্ষিতে বিয়ানীবাজার থানায় লুঠপাটকারিরা অস্তাগারের তালা ভেঙ্গে গোল-বারুদ, ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জামাদি লুঠ করে নিয়ে যায়।

পরবর্তীতে পুনরায় থানার কার্যক্রম চালু হলে পুলিশ সুপার সিলেট মহোদয়ের নির্দেশে নবাগত ওসি অকিল উদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকগন ও সুশীল সমাজের লোকজনের মতবিনিময় কালে হারিয়ে যাওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি আগামী ৩০ই আগষ্ট ফিরেয়ে দেয়ার নির্দেশ দেন। নতুবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এছাড়া হারিয়ে যাওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের জমা দেয়ার আহবান জানান।

তারই প্রেক্ষিতে ৫ নং কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিম গরুর বাজার মাঠে অনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় হারিয়ে যাওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদির মধ্যে একটি ৭.৬২*৩৯ মিমি এমএমজি রাইফেলের ম্যগাজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ জানান, আগামী ৩০ আগস্টের মধ্যে যেকোনো মাধ্যমে অস্ত্র ও মালামাল থানায় জমা দিলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিবেনা। পরবর্তীতে অভিযানে যাদের কাছে লুট হওয়া অস্ত্র বা মালামাল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Back to top button