বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক আব্দুর রব, সাংগঠনিক কাজী রমিজ
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা প্রেসক্লাবের কার্যকরি কমিটি পুর্নগঠিত হয়েছে। শনিবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস মেয়াদোত্তীর্ণ পুর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরে সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ারুল ইসলামকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রবকে সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিলকে কোষাধ্যক্ষ মনোনিত করে দুই বছর মেয়াদি প্রেসক্লাব বড়লেখার কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তকে কার্যকরি কমিটির এক ও দুই নম্বর সদস্য করা হয়েছে।
কার্যকরি কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক হাসান শামীম, জালাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, দফতর সম্পাদক এজে লাভলু, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ।
কার্যকরি সদস্যবৃন্দ হলেন- লিটন শরীফ, মিজানুর রহমান, আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, ময়নুল ইসলাম।