বিয়ানীবাজারে তারেক হ ত্যা মামলা নিয়ে নাটকীয়তা, দায়েরের পর নিষ্পত্তির আবেদন

বিয়ানীবাজার টাইমসঃ বৈষম্যবিরোধী আন্দোলনের পর প্রধানমন্ত্রীর দেশত্যাগের দিন গত ৫ আগস্ট বিয়ানীবাজারে নিহত বিয়ানীবাজারের তারেক হত্যা মামলা নিয়ে চলছে নাটকীয়তা। নিহত তারেকের মা বাদী হয়ে গত ২০ আগস্ট ৭৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়েরের পর আবার ২২ আগস্ট মামলা আপোষে নিষ্পত্তিতে শেষ করতে আদালতে আবেদন করেছেন। এনিয়ে বিয়ানীবাজারে চলছে আলোচনা সমালোচনা। মামলা দায়েরের পর আসামীদের তালিকায় আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশাপাশি ৬ জন সাংবাদিক ও অনেক প্রবাসী নেতাকর্মীদের নাম দেখে শুরু হয় আলোচনা সমালোচনা। সেই সমালোচনায় মামলা প্রত্যাহারের আবেদন করেছেন নিহত তারেকের মা ইয়ারুন নেছা বলে ধারনা অনেকের।
জানা যায়, ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরপরই বিয়ানীবাজার পৌরশহরে ছাত্র-জনতা উল্লাসে মেতে উঠেন। এসময় মুহুর্মুহু বিজয় মিছিলে প্রকম্পিত হয় পৌরশহর। ক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের একাধিক নেতার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। তবে লুটপাটে একটি সক্রিয় বহিরাগত সিন্ডিকেট ছিলো বলে অনেকেই অভিযোগ করেন। বিকাল ৫টার পর একদল ক্ষুদ্ধ জনতা থানায় হামলা চালায় এবং অগ্নিসংযোগ, ভাংচুর করে, এসময় মালামাল লুট করা হয়। এক পর্যায় থানা থেকে চালানো গুলিতে অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তন্মধ্যে, তারেক আহমদসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত তারেকসহ ২জন বিএনপি কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় নিহত তারেকের মা বাদী হয়ে ২০ আগষ্ট বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি এফআইআর করে পরদিন আদালতে প্রেরণ করেছে। ২১ আগষ্ট থানা থেকে প্রেরিত এফআইআরটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৪, বিয়ানীবাজার কোর্ট সিলেট, গ্রহণ করেছেন। উক্ত মামলায় ১নং আসামী করা হয়েছে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম পল্লবকে। এছাড়া পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ উপজেলা কমিটির প্রায় সবাইকে আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের। মামলায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ৬জন সাংবাদিককেও আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে দীর্ঘদিন থেকে ইউরোপ আমেরিকায় বসবাসকারী ৮ আওয়ামী লীগ নেতাকে। মামলায় আসামী হওয়া সাংবাদিকরা হলেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ, সিনিয়র সাংবাদিক সজীব ভট্টাচার্য্য, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি ও দৈনিক দেশ রুপান্তরের সংবাদদাতা মহসিন আহমদ রনি ও দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি মিসবাহ উদ্দিন ও পলাশ আফজল।
মামলার আসামীর তালিকা প্রকাশের পর শুরু হয় সমালোচনা, ঘটনার দিন আওয়ামীলীগ নেতাকর্মীরা পৌরশহরে ছিলোনা, শুধুমাত্র পুলিশকে বাঁচাতে একটি মহল এ মামলাটি করিয়েছে বলে অভিযোগ উঠে। সমালোচনায় যোগ দেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা, এমনকি এব্যাপারে জামায়াত বিএনপির অনেক নেতা বিস্ময় প্রকাশ করেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার সমালোচনা করেন। বিএনপি ও জামায়াতের দায়িত্বশীল মহল এই দায়ভার নিবেননা বলে জানান। সমালোচনার মুখে বৃহস্পতিবার মামলার বাদী তারেকের মা ইয়ারুন নেছা মামলাটি নিষ্পত্তি করতে আদালতে আবেদন করেন।
মামলার বিষয়ে বক্তব্য জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর কে থানায় গিয়েও পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এদিকে সাংবাদিকদের উপর মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিয়ানীবাজার প্রেস ক্লাব সহ সব সাংবাদিক সংঘটনের নের্তৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বিয়ানীবাজারে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মীর ন্যায় কর্মরত পেশাজীবী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা খুবই দুঃখজনক।
সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একই সাথে এমন ঘৃণ্য তৎপরতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার আহ্বান জানান।