বিয়ানীবাজার সংবাদ

পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাব হত্যার বিচার চেয়ে বিয়ানীবাজার প্রেস ক্লাবের মানবন্ধন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনে সিলেট মহানগরের কোট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ও জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচারের দাবিতে সিলেটের বিয়ানীবাজার প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বিয়ানীবাজার পৌর শহরের বিয়ানীবাজারের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকায় সহ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সহকর্মী বিয়ানীবাজারের সন্তান তুরাব হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এবং প্রচার সম্পাদক শহিদুল আলম সাজুর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, রাজনীতিবিদ ও সমাজসেবক সিদ্দিক আহমেদ, শিক্ষক মওলানা মুজিবুর রহমান, মানবাধিকার কর্মী রুহিন ফরহাদ চৌধুরী, রাজনীতিবিদ মাওলানা এম শামছুল আলম, জমিয়ত নেতা মাওলানা আবুল কালাম, জাহিদ হোসেন নুরানি, নিহত তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি খন্দকার লোকমান হোসেন, স্পর্শ সোসাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ,বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি সাহেদ আহমদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, তৃতীয় মাত্রার প্রতিনিধি জয়নুল ইসলাম, সাংবাদিক এস আর শহিদ, আহমেদ রেজা চৌধুরী, তাহের আহমদ, মোকাব্বির হোসেন, কাজি ফাইম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ।

পরে সাংবাদিক তুরাবের মাগফিরাত কামনা করে ফতেহপুর জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষে তাঁর কবর জিয়ারত করেন সাংবাদিক মহল।

Back to top button