রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র নিয়মিত সাধারণ সভা সম্পন্ন

রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশের রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর সাধারণ সভা গত শনিবার (১৭ আগষ্ট ২৪ইং) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত- হোটেল ষ্টারপেসিফিকে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মাহদি সালেহীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ ও পরে রোটারিয়ান পিপি জেএস আজাদ শিপনের নেতৃত্বে উপস্থিত সকল রোটারিয়ান দাড়িয়ে রোটারী ইন্ভুকেশন পাঠ করেন, পরে ধারাবাহিক ভাবে সভাপতি সভার কার্যক্রম পরিচালনা করেন ।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান ডেপুটি কো অর্ডিনেটর ( এডমিন) রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাব এবং রোটারিয়ানদের প্রশংসা করেন এবং তিনি বলেন বিশ্বে রোটারিয়ানদের অনেক অবদান রয়েছে। এসময় তিনি রাস্ট্র ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে রোটারি ক্লাব গুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শও দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন, ক্লব সেক্রেটারি জুবায়ের আহমদ, আইপিপি আবু বক্কর শাওন, প্রেসিডেন্টিলেক্ট মোহাম্মদ ইকবাল হোসেন, পিপি জে এস আজাদ শিপন, পিপি অয়নভ ভট্টাচার্য, পিপি নাহইয়ান আল মাদানি খান রবি, জয়েন সেক্রেটারি সুমন কুমার দে, রোটারিয়ান দীপংকর চন্দ্র শিপু ডিরেক্টর নিউ জেনারেশন, রোটারিয়ান সুমন আহমদ টিআরএফ, ব্যবসায়ী সৈয়দ আব্দুর রাজ্জাক, সহ অন্যান সকল ক্লাব নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি