এখনো আহাজারি থামছে না পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবের পরিবারের!

মহসিন রনি, বিয়ানীবাজার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সিলেটে নিহত হওয়া সাংবাদিক তুরাবের পরিবারে আহাজারি এখনো কমছে না। পরিবারের ছোট ভাই হারানোর বেদনা এখনো বুকে ভয়ে বেড়াচ্ছেন মেজো ভাই আবুল আহসান মোহাম্মদ আশরাফ (জাবুর)। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করা সাংবাদিক ১৯ জুলাই সিলেটের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় সর্ব মহলে পরিচিত তুরাবের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন মেনে নিতে পারছে না কেউই।
সদ্য বিবাহিত মারা যাওয়ার দুই মাস আগে বৃটেনে বসবাসরত তানিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোন। তব ঠিক থাকলে তুরাব কয়েক মাসের মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে পাড়ি দেয়ার কথা ছিলো কিন্তু মেহেদীর রঙ শুকানোর আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
জানা যায়, হত্যাকান্ডের পাঁচ দিন পর তুরাবের ভাই আবুল আহসান মো. আজরফ ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে পুলিশ তুরাব হত্যাকান্ডের ঘটনায় বিএনপি ও জামায়াতের ৩৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশকে আসামি করে একটি মামলা রেকর্ড করে। আর তুরাবের ভাইয়ের দায়ের করা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে পুলিশ। তুরাব হত্যাকান্ডের ঘটনায় নতুন করে মামলা করতে চায় তার পরিবার।
তুরাবের মেজো ভাই আবুল আহসান মোহাম্মদ আশরাফ (জাবুর) বলেন, বাড়িতে ছিলাম যখন খবর পাই আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে সংবাদ কাভার করতে গিয়ে তখন আমি সাথে সাথে বাড়ি থেকে সিলেট যাই। শেষ সময়ে ভাইয়ের পাশে বেশিক্ষণ থাকতে পারিনি আমার ভাই শুধু আমাকে আর মা’কে দেখে বলেছিলো ” আম্মা তুমি আইছো নি”। পরিবারের সর্বকনিষ্ঠ ছিল সে এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চলে যাবে বিশ্বাসযোগ্য ছিল না। আগামী সপ্তাহে তিনি আদালতে নতুন করে মামলা করবেন। আগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নাম উল্লেখ না করলেও এবার এজহারে নাম উল্লেখ করবেন।