শোক দিবস পালনে কৌশলী জামাল-পল্লব, বাকিরা নীরব!
সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজারে শান্তিপূর্ণ ভাবে কৌশলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন। দলের ক্রান্তিলগ্নে উপজেলার দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যেখানে মাঠে নেই সেখানে কৌশলে নিজস্ব বলয়ের নেতাকর্মী নিয়ে মাঠে সাবেক ছাত্রলীগ দুই নেতা।
এর আগে সরকার পতনের পর বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে তবে সে সময় আওয়ামী লীগের কারো সঙ্গ পাননি এই নেতা যার ফলে তার অনুসারীদের নিয়ে রাজপথে একাই সাহসীকতার পরিচয় দিয়েছেন। বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরদের শ্রদ্ধা জানাতে দেখা যায় জামাল হোসেনকে এ ছাড়া ও আবুল কাশেম পল্লব তার অনুসারীদের নিয়ে যুবলীগের আয়োজনে শান্তিপূর্ণ ভাবে দোয়া মাহফিল করতে দেখা যায়।
নিজের ফেইসবুক প্রোফাইলে অনুষ্ঠানের ভিডিও আপলোড করে এক বার্তায় আবুল কাশেম পল্লব বলেন, দলের অনেক নেতাকর্মী দলের সুবিধা নিয়ে এখনো নীরব এরা আমার বিরুদ্ধচারন করতে ব্যস্ত। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই আমরা এখানেই থাকবো। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে খুব জলদি সময়ের সাথে মানিয়ে নিয়ে আমরা এগিয়ে যাবো। দলের হাইব্রিডের নেতাদের কারণে দল ডুবেছে এমপি মুরাদ সহ অনেকেই ধর্মীয় বিষয়ে মন্তব্য করে আওয়ামী লীগের শনির দশার জন্য দায়ী মাঠের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ।
এদিকে সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় কার্যক্রম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ভুমিকা পালন করছেন যার ফলে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছে।