বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ১৫ বছর পর আওয়ামীলীগবিহীন ১৫ আগস্ট, রাজপথ দখলে ছিলো জামায়াত-বিএনপির

বিয়ানীবাজার টাইমসঃ ১৫ বছর পর আওয়ামীলীগবিহীন অন্যরকম এক ১৫ আগস্টের সাক্ষী হলো বিয়ানীবাজারবাসী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই বিয়ানীবাজারের রাজপথে ছিলো বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংঘটন। এই দিন পৌরশহর বা উপজেলার কোথাও আওয়ামীলীগের কোনো মিছিল বা সমাবেশের খবর পাওয়া যায়নি। এছাড়াও বিয়ানীবাজারে মিছিল করেছে জমিয়তে ইসলামী বাংলাদেশ।

তবে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব  তার অনুসারি নেতাকর্মীদের নিয়ে বিয়ানীবাজারের একটি হলরুমে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন।

অন্যদিকে, বিএনপি-জামায়াতের সরব বিচরণ ছিলো পুরো বিয়ানীবাজার।  ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে পৌরশহরে অন্তত: ১০টি মিছিল করেছে বিএনপি-জামায়াত, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও ছাত্র শিবির। বিকালে যৌথভাবে মিছিল ও সমাবেশ করে বিএনপি ও জামায়াত। সেখানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন ও জামায়াতের সেক্রেটারি কাজী কাশেম আহমদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসেন,  মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন, ইসলামী শিবিরের ঢাকা মহানগর (পূর্ব) সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাহাত, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমরান চৌধুরী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ।

১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করতো সারাদেশ। সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও প্রতিবছর ১৫ আগস্ট আওয়ামী লীগসহ তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানানোর রেওয়াজ ছিল। কিন্তু এ বছর চিরচেনা দৃশ্যপট নেই বিয়ানীবাজারে। এমনকি বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কিংবা কোন পেশাজীবি সংগঠন কেউই আসেনি ফুল দিতে।

এদিকে, যেকোনো ধরনের সংঘাত ও নাশকতা এড়াতে পৌরশহরসহ পুরো উপজেলায় সেনাবাহিনীর ছিলো সরব উপস্থিতি। তারা এসময় পৌরসভার প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।

Back to top button