বিয়ানীবাজারের বিএনপি-জামায়াতের যৌথ বিবৃতি, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান
বিজ্ঞপ্তিঃ পতিত সৈরাচারের দোসর অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে বিয়ানীবাজারের বিএনপি-জামায়াত। মঙ্গলবার দলগুলোর যৌথসভায় উপস্থিত নেতৃবৃন্দ এ দাবী জানান।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েব-আমীর মাওলানা মস্তফা উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহসভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান আব্দুল মন্নান, সিনিয়র যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ প্রমুখ।
বিয়ানীবাজারের শান্ত পরিবেশ কেউ অশান্ত করলে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।