ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের মাঝে বিয়ানীবাজার সূচনা পরিষদের খাবার বিতরণ
বিয়ানীবাজার টাইমসঃ দেশের অভূতপূর্ব পরিবর্তনের লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ময়লা পরিস্কার করে সৌন্দর্য বর্ধন ও বৃক্ষরোপন কর্মসূচি এবং বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা। এ কাজে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটসের স্বেচ্ছাসেবীরাও নিয়োজিত রয়েছে।।দেশব্যাপী চলমান কর্মসূচির আওতায় বিয়ানীবাজার উপজেলা জুড়ে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের সাথে শামিল হয়েছে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদ। রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে পানি ও খাবার বিতরণ করেন সংগঠনের দায়িত্বশীলরা।
পরিষদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শফিউর রহমান, যুগ্ম সচিব আমিনুল হক চৌধুরী ও রেজওয়ানা সাদিয়া, সিনিয়র সদস্য সাদিক হোসেন রিফাত, ফারুক আহমদ, বুশরা বেগম, তাহেরা তিন্নি, সদস্য মোকাব্বির হোসেন, তানিয়া আক্তার ও মাহবুবা সাদিয়া সহ আরো অনেকে।
এদিকে এসব কর্মসূচিতে ভূমিকা পালন করার জন্য বিয়ানীবাজার সূচনা পরিষদের পরিচালক ইমাম আব্দুল মালিক আল মহসিন, আহবায়ক আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক মু. আব্দুল আউয়াল ও প্রতিষ্ঠাকালীন আহবায়ক এমদাদুল হক চৌধুরী ইমন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্য প্রবাসী হলেও সেখান থেকে পরিষদের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরী ও যুগ্ম আহবায়ক মু. আব্দুল আউয়াল সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকার কথা ব্যক্ত করে বলেন, আমরা চাই বাংলাদেশের অবস্থা যেন সবসময় স্বাভাবিক থাকে। সবাই যেন সম্প্রীতির বন্ধনে একসাথে কাজ করে বাংলাদেশের উন্নয়ন করতে পারি।