বিয়ানীবাজার সংবাদ
শুক্রবার বিয়ানীবাজারের আংশিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
বিয়ানীবাজারে গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান আবিকার আওতায়ধীন উপজেলার বেশ কিছু এলাকায় আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক চন্দন কুমার কুন্ড একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবগত করেছেন।
শুক্রবার বিয়ানীবাজার পৌরশেহরের কলেজ রোড, পৌরসভার দাসগ্রাম, মাথিউরা, তিলপাড়া, মাটিজুরাসহ আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। ৫২ বিজিবি সদর দপ্তরে গ্যাস সংযোগ কাজের জন্য আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানায় আবিকা।