বিয়ানীবাজার সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের শোকসভা

বিয়ানীবাজার টাইমসঃ বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো ও সিলেটের দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু তাহের মোঃ তুরাব। সেখানে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হোন বিয়ানীবাজারের এ কৃতি সন্তান। নিহত এ সাংবাদিকের স্মরনে বিয়ানীবাজার পৌর এলাকার তার নিজ বাড়ি ফতেহপুরে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিহত এটিএম তুরাব একজন সাহসী সাংবাদিক, তিনি তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন, সৈরাচারি সরকার তার দুঃশাসন দীর্ঘায়িত করতে তার প্রধান শেখ হাসিনার নির্দেশে সাংবাদিক তুরাবসহ চারজন সাংবাদিক, সুশীলসমাজের নেতৃবৃন্দ, রাজনীতিক, ভিন্নমতের ব্যক্তি, প্রশাসনের নীতিবান কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুবার একজন সাংবাদিক, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় হেলমেট পরা প্রেস জেকেট পরা অবস্থায় গুলি করে হত্যা করা বর্বর পৈশাচিক কাজ বলে উলে­খ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের করদরাজ্যে পরিণত করেছিল। বিরোধী রাজনীতিকদের নির্মম নির্যাতন করে ক্ষমতা আকঁড়ে রাখার কৌশল পন্ড করে দিয়েছে ছাত্র-জনতা। তার এই কলঙ্কিত দু:শাসনে দেশ বন্ধ ুশুণ্য হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, পৌর আমীর মাওলানা জমির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, মাওলানা আজাদ সোহান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি নাজমুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ প্রচার সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী।

এ সময় নিহত এটিএম তুরাবের বড় ভাই তার বক্তব্য ঘটনার দিন স্মৃতি চারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার ভাই হত্যার সঠিক বিচার দাবী করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলার সহকারী সেক্রেটারি এখলাছ উদ্দিন, অর্থ সম্পাদক সাব্বির আহমদ খান, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, পৌর নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর, সাইবুল ইসলাম ও আশিকুর রহমান হেলাল।

পরে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর যিয়ারত করেন আগত অতিথিরা। উল্লেখ্য, আবু তাহের মোঃ তুরাব বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক মরহুম আব্দুর রহিম মাস্টারের কনিষ্ঠ পুত্র। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারে গুলিবিদ্ধ হন তুরাব। পরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

Back to top button