বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৩ বছর ধরে পড়ে আছে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর মিনি বাস টার্মিনাল

মহসিন রনি: বিয়ানীবাজার পৌরসভার অর্থায়নে পৌর শহরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল অবহেলা আর যত্নে পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে।যেখানে গত পৌর পরিষদের আমলে নির্মিত দৃষ্টি নন্দিত এই বাস টার্মিনালটি বিয়ানীবাজারের যানযট সমস্যা সমাধানে বড় ভুমিকা রাখার কথা ছিল সেখানে অবহেলা আর অযত্নে পড়ে আছে। ২০২১ সালের ৮ জুন মিনি বাস টার্মিনালটি উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, উদ্বোধনের পরে মাত্র একদিন এই বাস টার্মিনালটি থেকে বাস ছাড়লেও ধারাবাহিক হয়নি বিভিন্ন অজুহাত ও নানা কারনে। সময়ের পরিক্রমায় বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলায় অবস্থিত বাসটার্মিনালটি এখন শুধুই চোখের খোরাক মেটাচ্ছে ঘাস আর লতাপাতায় চারপাশ বিলুপ্ত এক বিচ্ছিন্ন জায়গায় পরিনত হচ্ছে।

জানা যায়, বাস টার্মিনালটি নির্মাণের পর একদিন বিয়ানীবাজার বাস চালকরা ব্যবহার করলেও পরে বিভিন্ন অজুহাতে এখানে আর আসতে রাজি হোননি। পৌর শহর থেকে অর্ধ কিলোমিটার দূরের অজুহাত সহ মধ্যবর্তী একটি ছোট ব্রিজ নিয়ে রয়েছে বাস চালকদের অভিযোগ যেখানে বাস নিয়ে ছোট সড়কে চলা এবং পার্কিংয়ে পোহাতে হয় বড় ধরনের ভোগান্তি।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরে নির্মিত বাস টার্মিনালটি ঘুরে দেখা যায় কয়েকবছর আগে নির্মাণ হলেও অবহেলা আর অযত্নে মনে হবে পুরনো এক স্টেশন পড়ে আছে এখানে যার চারপাশে জঙ্গল।

বিয়ানীবাজার এনা বাস পরিবহনের পরিচালক শাফায়াত হাবিব বলেন, পৌর শহরের মিনি এই বাসটার্মিনাল একদিন ব্যবহার করতে গিয়ে বাস সময় মতো বাজারে আসতে পারে না টার্মিনালের সড়ক ছোট এছাড়াও বৈদ্যুতিক তারের জটিলতা আছে সব মিলিয়ে আমাদের বাসের অনেক ক্ষতি হয়েছে তাই এই সমস্যা গুলো সমাধান না করলে কেউই এই টার্মিনাল ব্যবহার করবে না।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন, আমরা পৌর মিনি বাস টার্মিনালটিতে চালকদের ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু ব্রীজটি প্রকৌশলীর তাই আমরা বিকল্প একটি ব্রীজ নির্মাণের জন্য প্রকৌশলীকে জানিয়েছি। এছাড়াও বৈদ্যুতিক তারের জটিলতার একটা বিষয় আছে এরা কথা শুনে না। পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন তবে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় থাকা বিভিন্ন কার্যালয় থেকে সঠিক সহযোগিতা পাচ্ছি না।

Back to top button