লন্ডনে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি
লন্ডন প্রতিনিধি: বাংলাদেশে চলমান পরিস্থিতিকে ঘিরে যুক্তরাজ্যে ফের মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। লন্ডনে আগামীকাল সোমবার (২৯ জুলাই) মাত্র ৫০০ গজ দূরত্বের ব্যবধানে একই দিন একই সময়ে সমাবেশ ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।
সোমবার দুপুরে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।
এ উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ সাংবাদিকদের একাংশকে নিয়ে সংবাদ সম্মেলন করে। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।
এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ রবিবার দেশ রূপান্তরকে বলেন, যেকোনো মূল্যে তারা সোমবারের সমাবেশ সফল করবেন।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অবস্থান পাশাপাশি। ওয়েস্ট মিনিস্টার স্টেশন থেকে বের হলেই ডানে ডাউনিং স্ট্রিট আর বামে পার্লামেন্ট।