বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সতর্ক অবস্থানে পুলিশ, কলেজ ক্যাম্পাস পাহারায় ছাত্রলীগ

সিনিয়র প্রতিবেদকঃ সম্প্রতি দেশ ব্যাপি কোটা ইস্যু নিয়ে শুরু হওয়া আন্দোলন এবং অস্থিতিশীল পরিস্থিতিতে বিয়ানীবাজারে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার সকাল থেকে বিয়ানীবাজার পৌর শহরের সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান নিতে দেখা যায় থানা পুলিশকে। এ ছাড়াও সকাল থেকে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমেদ শিপু বলেন, আমরা ছাত্রলীগ যখন খবর পেয়েছি বিয়ানীবাজারে ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীরা ছাত্রদের রূপে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সাথে সাথে আমরা ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হই কিন্তু কেউ আসেনি।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান বলেন, যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। আমরা শান্তির পক্ষে।

Back to top button