বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ফিজিওথেরাপির আড়ালে ঝাঁড়ফুকের ব্যবসা, ভ্রাম্যমান আদালতের অভিযান

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের নাকের ডগায় ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারের আড়ালে চলছিলো ঝাড়ফুকের ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার দাসগ্রামে একটি ভাড়া দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ফিজিওথেরাপীর আড়ালে ঝাঁড়ফুকের সত্যতা পেয়ে অভিযুক্ত শামীম আহমদকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে পৌরশহরের দাসগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজ। এসময় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মহিলা চিকিৎসক ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

জানা যায়, পৌর শহরের দাসগ্রাম এলাকায় শামীম আহমদ নামের অভিযুক্ত ব্যাক্তি এস আর ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারের নাম দিয়ে দীর্ঘদিন থেকে এর আড়ালে ঝাঁড়ফুকের বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের খবরে অভিযান চালিয়ে তার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৪৫ হাজার টাকা জরিমানা করে এবং ফিজিওথেরাপি সেন্টারের সঠিক কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী শারমীন নেওয়াজ বলেন, ঝাঁড়ফুকের মাধ্যমে প্রতারনার খবরে অভিযান চালিয়ে তার সত্যতা পাই, এছাড়াও ফিজিওথেরাপি সেন্টারের সঠিক কাগজপত্র না থাকায় তাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।

Back to top button