সিলেট

শাবিপ্রবিতে কোটা আন্দোলন থেকে সরে দাঁড়ালেন এক সমন্বয়ক

টাইমস ডেস্কঃ বর্তমান কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যা নিজের দায়িত্ব ছাড়লেন আন্দোলনের সিলেট অঞ্চলের সহ-সমন্বয়ক নূর মো. বায়েজীদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একজন নূর মো. বায়েজিদ। তিনি এই আন্দোলনের একজন সহ-সমন্বয়ক ছিলেন। প্রথম থেকে সক্রিয় ভূমিকায় থাকলেও গত রোববার থেকে এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমন্বয়কের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

নূর মো. বায়জিদ দুঃখ প্রকাশ করে তার পদ থেকে অব্যাহতি নেয়ার আগে কোটা আন্দোলনকারীদের একটি গ্রুপে তার মতামত প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশে মেধার মূল্য না কোনো দিন ছিল, না আছে, থাকবে কি না সেটাও জানি না। এই দেশ সারাজীবন টাকা-ক্ষমতা-পাচাটাদের হাতেই বন্দি ছিল, ভবিষ্যতেও থাকবে।

আমি এই বিশ্বাস নিয়ে আন্দোলনে এসেছিলাম যে, সকল প্রকার দলমতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের সকল সাধারণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে ন্যায়ের পক্ষে। কিন্তু, ইদানিং আমার সমন্বয়ক কমিটির কিছু বন্ধুসহ, শাবিপ্রবিতে আমার আন্দোলনের সাথে থাকা অনেক সহকর্মীদের কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে, তারা এই আন্দোলনে এসেও তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা বজায় রেখে সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে যাচ্ছে। যা, এই আন্দোলনের মূল মোটিভকে প্রশ্নবিদ্ধ করে।

তাই, আমি সজ্ঞানে, চিন্তাভাবনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আমি আর এই আন্দোলনের সাথে নেই। অবশেষে, ১৯৫২ সালের ভাষাশহিদ এবং ১৯৭১সালের মুক্তিযুদ্ধে শহিদ এবং গাজী হওয়া সকলকে স্মরণ করার মাধ্যমে আমি এই আন্দোলন থেকে সরে দাঁড়ালাম।

এদিকে, গতকাল সোমবার (১৫ জুলাই) থেকে আন্দোলনের কোনো কার্যক্রমেই অংশগ্রহণ করেননি তিনি।

Back to top button